৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হবে: খোকন

spot_img

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেছেন, “বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলবে। বিএনপির মূল শক্তি দেশের জনগণ। অতীতেও জনগণের ভালোবাসা ও ভোটেই বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে।”

রোববার (১৫ জুন) সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের বিশাল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের যেকোনো সংকটকালে ছাত্রসমাজ এবং বিএনপি রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতেও দেবে ইনশাআল্লাহ।”

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যখন অন্যান্য রাজনৈতিক নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ’৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। ২০২৪ সালের চলমান আন্দোলনেও বিএনপি নেতাকর্মীরা সামনে থেকে লড়াই করে দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে।”

অনুষ্ঠানে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে নবগঠিত ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, হাসান মারুফ শিমুল, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, ফাহমিদুল নবী পাভেল, আনোয়ার হোসেন ও সোয়ানুর রহমান লাভলু প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ