৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিপিএলের ফাইনাল আজ, বরিশালের দ্বিতীয় নাকি চট্টগ্রামের প্রথম?

spot_img

বাংলাদেশের প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১ তম আসরের ফাইনাল আজ। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফাইনালে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরমেন্স করা বরিশাল টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের দৌড়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। লিগ পর্বে ১২ ম্যাচের ৯টিতে জিতে সেরা দল হিসেবে কোয়ালিফাইয়ার নিশ্চিত করে বরিশাল। প্রথম কোয়ালিফাইয়ারে তার চট্টগ্রামকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। এবার শিরোপা ধরে রাখতে পারলে বিপিএলের তৃতীয় সর্বোচ্চ (দু’বার) দল হিসেবে শিরোপা জয়ের নজির গড়বে দক্ষিণ বঙ্গের দলটি। উল্লেখ্য, বিপিএলে কুমিল্লা সর্বোচ্চ চারবার ও ঢাকা তিনবার শিরোপা জিতেছে।

অপরদিকে চট্টগ্রাম কিংস লিগ পর্বে ৮ টিতে জিতে দ্বিতীয়স্থানে থেকে কোয়ালিফাইয়ার নিশ্চিত করে। প্রথম কোয়ালিফাইয়ারে তারা বরিশালের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে তারা খুলনাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে। উল্লেখ্য চট্টগ্রাম এর আগে ২০১৩ সালে ফাইনালে উঠলেও এখনো শিরোপা জয়ের দেখা পায়নি তারা।

বিপিএল রোল অফ অনার:

২০১২: ঢাকা গ্ল্যাডিয়েটর্স (চ্যাম্পিয়ন) – বরিশাল বার্নার্স (রানার্সআপ)

২০১৩: ঢাকা গ্ল্যাডিয়েটর্স (চ্যাম্পিয়ন) – চট্টগ্রাম কিংস (রানার্সআপ)

২০১৫: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চ্যাম্পিয়ন) – বরিশাল বুলস (রানার্সআপ)

২০১৬: ঢাকা ডায়নামাইটস (চ্যাম্পিয়ন) – রাজশাহী কিংস (রানার্সআপ)

২০১৭: রংপুর রাইডার্স (চ্যাম্পিয়ন) – ঢাকা ডায়নামাইটস (রানার্সআপ)

২০১৮: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চ্যাম্পিয়ন) – ঢাকা ডায়নামাইটস (রানার্সআপ)

২০১৯: রাজশাহী রয়্যালস (চ্যাম্পিয়ন) – খুলনা টাইগার্স (রানার্সআপ)

২০২২: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চ্যাম্পিয়ন) – ফরচুন বরিশাল (রানার্সআপ)

২০২৩: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (চ্যাম্পিয়ন) – সিলেট স্ট্রাইকার্স (রানার্সআপ)

২০২৪: ফরচুন বরিশাল (চ্যাম্পিয়ন) – কুমিল্লা ভিক্টোরিয়ান্স (রানার্সআপ)

সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ