
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন।
আজ ২২ জুলাই (মঙ্গলবার) শেরপুর ধুনট মোড় বাইতুন নূর মসজিদে বাদ আছর এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখা। এসময় দোয়া পরিচালনা করেন ছাত্রশিবিরের বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহমেদ নাহীদ।
দোয়া শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গত বছরের জুলাই গনহত্যায় হৃদয়ের ক্ষত শুকানোর আগেই গতদিনে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। কেন্দ্রের নির্দেশনার আলোকে জেলার প্রত্যেকটি থানায় সহ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন মসজিদে আমরা দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠান বাস্তবায়ন করার চেষ্টা করেছি।”
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল-জনশক্তি সহ সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মুসল্লীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।