
ইমামুল মিল্লাত, শেরপুর ( বগুড়া): রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য বগুড়ার শেরপুরে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর আদর্শ থানা শাখা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে শেরপুর শহরে ধুনট মোড় জামে মসজিদে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহাম্মেদ নাহীদ, শেরপুর শহর আদর্শ থানা শাখার সভাপতি রাফিউজ্জামান, শেরপুর উত্তর আদর্শ থানা শাখার সভাপতি সৈকত ইসলাম সবুজ,শেরপুর দক্ষিন সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি আহসান হাবীবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
তারা বলেন, জাতীয় জীবনের এমন শোকাবহ মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত ঐক্যবদ্ধভাবে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
উল্লেখ্য, গতকাল (২১ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ চলাকালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় প্রাণহানির পাশাপাশি অসংখ্য মানুষ গুরুতর আহত হন। এ ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।