৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ- কেসিসি মেয়র

spot_img

মোংলা সংবাদদাতা:  মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল ছিলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলনের আপোষহীন যোদ্ধা ছিলেন কবি রুদ্র। শেকড় সন্ধানী কবি রুদ্র আজীবন গ্রামকে ভালোবেসে গেছেন। উপদ্রুত উপকূল মোংলার প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে রাস্ট্রীয় স্বীকৃতি হিসেবে একুশে পদক প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুন প্রজন্মের কাছে রুদ্র’র সাহিত্যকর্ম পৌছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

২২ এপ্রিল সোমবার বিকেলে মোংলার মিঠাখালী ফুটবল মাঠে রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ওয়াটারকিপার্স বাংলাদেশ, উপজেলা শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভা, বাদাবন সংঘ ও লিডার্স এর আয়োজনে রুদ্র স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন। উল্ল্যেখ্য কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক-২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিননার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এ রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার বিকেল ৫টায় রুদ্র স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মাহমুদ হাসান ছোটমনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাসাহিত্যক কবি রুদ্রের বন্ধু বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি, বাংলা একাডেমির পরিচালক শাহাদাৎ হোসেন নিপু, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার ও মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান। রুদ্র স্মরণানুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত ও প্রভাষক এস এম মাহবুবুর রহমান। স্মরণানুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এমপি বলেন মোংলাবাসীর প্রাণের মানুষ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে সরকার কর্তৃক একুশে পদক প্রদান করায় আমরা আনন্দিত, গবির্ত এবং সম্মানিত হয়েছি। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কথা সাহিত্যিক ইসহাক খান বলেন বাংলা সাহিত্যে কবি রুদ্র চির স্মরনীয় হয়ে থাকবেন।। সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান ছোটমনি বলেন কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোন ধরনের আপোষ করেননি। রুদ্র স্মরণানুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন খ্যাতিমান আবৃত্তিকার  মাহিদুল ইসলাম মাহি ও ড. শাহাদাৎ হোসেন নিপু।

এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবীসহ অন্যান্য শিল্পীবৃন্দ এবং লাঠিখেলা প্রদর্শন করে ছহিরুদ্দিন লাঠিখেলা দল। অন্যদিকে কবি রুদ্রকে একুশে পদক প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে সোমবার সকালে মোংলা পৌর শহরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ