
প্রতি বছরের ন্যায় এবারো কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব
বুধবার(২২ জানুয়ারি)বিকাল ৩ টায় বগুড়ায় সংগঠনের দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব, তালিবুল হাবিব, লুৎফর রহমান, রাকিবুল ইসলাম রবিন, মানিক মিয়া সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশ ও জাতি গঠনে অতীতে শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, চব্বিশের আন্দোলনেও আমরা এর বাস্তব প্রতিফলন দেখেছি। ভবিষ্যতেও এই শিক্ষার্থীদেকেই বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। সেই সাথে দুনিয়া ও আখিরাতের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।”