
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ-২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর দাওয়াতুল ট্রাষ্ট এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সভাপতি মু.সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুহাইল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেহেরপুর জেলা শাখার সম্মানিত আমির মাওলানা তাজউদ্দীন খাঁন, জামায়াতের জেলা সেক্রেটারী ইকবাল হুসাইন,পৌর আমির সোহেল রানা ডলার সহ সাবেক বর্তমান নেতৃবৃন্দু। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুস সালাম।
বক্তারা বলেন :” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে যাচ্ছে ইনশাআল্লাহ। পাশাপাশি যে কোন ধরনের অন্যায়,অবিচার, চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ”