৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

spot_img

আরিফুল ইসলাম,শিবগঞ্জ,বগুড়াঃ “স্বেচ্ছায় করিলে রক্ত দান,বেঁচে যাবে একটি প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে মোকামতলা রক্তদান সংগঠন”এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে ।

আজ (৩ জুলাই) বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জের মোকামতলা কলেজ মাঠে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা উদযাপন করা হয়।

মোকামতলা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রাব্বি হাসান রিদয় এর সঞ্চালনায় ও মোকামতলা রক্তদান সংগঠনের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহিনুজ্জামান শাহিন।

এইসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন ফটু,মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম রানা , সাংবাদিক হারুন-অর-রশিদ লিটন, রফিকুল ইসলাম,কনক দেব,মিনহাজ ইসলাম সহ অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউল ইসলাম বলেন, “রক্তদান একটি মহান মানবিক কাজ। আপনার একটি ব্যাগ রক্ত অন্যের জীবন বাঁচাতে পারে। মোকামতলা রক্তদান সংগঠন মানুষের এই চরম সময়ে পাশে দাঁড়িয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি এই সংগঠন তাদের এই মহৎ উদ্যোগকে আরও বিস্তৃত করবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে রক্তদানের মতো কাজে উদ্বুদ্ধ করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে সবসময়ই সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী সদস্যদের মাঝে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ