৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : এই বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মার্চের ২২ ও ২৬ তারিখ মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসন্ন কোপা আমেরিকার ভেন্যু মার্কিন যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও কোস্টারিকা দলের বিপক্ষে নামবে আলবিসেলেস্তেরা। পেনসেলভেনিয়ার লিংকন ফিনান্সিয়াল স্টেডিয়ামে ও লস অ্যাঞ্জেলসের ইউনাইটেড এয়ারলাইন্স মেমোরিয়াল কলিসিয়ামে হওয়া ম্যাচ দুটির আগে অবশ্য বিশ্বচ্যাম্পিয়নরা বড় ধাক্কা খেয়েছে।

আট বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে বিশ্বের এক নম্বর দলকে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন আর্জেন্টিনার এই তালিসমান। রোববারের ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচেও দলে ছিলেন না তিনি।

তার অনুপস্থিতিতেও অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ফ্লোরিডার দলটির। ডিসি ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পিংকরা। লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল। আগামী ২৪ মার্চ নিউইয়র্ক রেড বুলস ও ৩১ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলতে নামবে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ঐ সময়ে আর্জেন্টিনা জাতীয় দলও অবস্থান করবে যুক্তরাষ্ট্রে। স্বাভাবিকভাবে চোটের কারণে কোনো ম্যাচই খেলা সম্ভব নয় মেসির।

সংবাদ সম্মেলনে মায়ামি কোচ জেরার্ডো মার্তিনো হাজির হলে দলের জয়ের পাশাপাশি মেসি কবে ফিরবেন সেই প্রসঙ্গও ‍উঠে আসে। যেখানে কোচ ইঙ্গিত দিয়েছেন চলতি মাসে মেসির ফেরার কোনো সম্ভাবনা নেই। সংবাদ সম্মেলনে মার্তিনো বলেন, ‘এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে মেসিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। এর আগে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না।’

কনক্যাকাফের কোয়ার্টার ফাইনালে আগামী ৩ এপ্রিল মন্টেরির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ