
বগুড়ার শাজাহানপুর উপজেলার চকচুপীনগর কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা মসজিদের ইমাম মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ ঢালাই কাজ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংবাদ বুলেটিনের প্রকাশক মো. মঞ্জুরুল ইসলাম রিপন, চোপীনগর ইউনিয়ন পরিষদের সদস্য নুর হোসেন চেরু, মসজিদ কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক দিলবর হোসেন, সহ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পলাশ, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম সাজু, মসজিদ কমিটির সদস্য রুহুল আমিন, দুলাল হোসেন, গোলাম রব্বানীসহ আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির পক্ষ থেকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।