
বগুড়া শাজাহানপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বুধবার (২৬ মার্চ) বিকেলে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটি বগুড়া জেলা শাখার সংগঠক আব্দুল্লাহিল তাকি।
জাতীয় নাগরিক পার্টি শাজাহাণপুর উপজেলা শাখার প্রতিনিধি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, আমজাদ হোসেন,হবিবর রহমান, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি শিক্ষক জাহাঙ্গীর আলম, জেলা সংগঠক এডভোকেট ইজাজ আল ওয়াসী জীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক এ এম জেড শাহরিয়ার ( জুহিন) ,জেলা সংগঠক মো মহিদ উল নবী মিশু, শাজাহনপুর উপজেলা শাখার নাগরিক কমিটির প্রতিনিধি ডা. মেহেরুল আলম মিশু প্রমূখ।