৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অসুস্থ নেতাকর্মীর পরিবারের পাশে শাজাহানপুর উপজেলা ছাত্রদল

spot_img

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদল। নিজেদের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়নে সংগঠনের নেতারা ছুটে গেছেন অসুস্থ নেতাকর্মীদের বাড়িতে।

মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের নেতা সনাতন চন্দ্রের পিতা শ্রী রতন চন্দ্র প্রাং দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়ি ডোমনপুকুর হিন্দু পাড়ায় চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি জানতে পেরে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তার বাড়িতে ছুটে যান।

তারা অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেন ও পরিবারের খোঁজখবর করে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় পরিবারটি আবেগপ্রবণ হয়ে ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন বলেন,ছাত্রদল একটি পরিবার। সুখে-দুঃখে আমরা একে অপরের পাশে থাকি। আমাদের নেতা তারেক রহমান সবসময় নেতাকর্মীদের মধ্যে এই বন্ধন ও সহমর্মিতার শিক্ষা দেন।

পরবর্তীতে নেতৃবৃন্দ যান আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা আকাশ মাহমুদের নিজ বাড়ি রাণীরহাটে। তিনি কয়েকদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। সেখানেও ছাত্রদলের নেতারা তার পরিবারের সঙ্গে সময় কাটান, চিকিৎসার খোঁজখবর নেন এবং উৎসাহ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনজিল আলম শিপন,মেহেদী হাসান,আবু বক্কর, যুগ্ম-সম্পাদক ইনছান আলী, জিহাদ হোসেন,দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ,প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি,সাহিত্য সম্পাদক আবু জিহাদ পল্লব,
ছাত্রদল নেতা সোহেল রানা, আলিফ, রবিউল ইসলাম আসিফ, আলী হাসান হিরা, সাদিকুর রহমান তারেক, আল আমিন প্রমুখ।

শাজাহানপুর উপজেলা ছাত্রদলের এ মানবিক উদ্যোগ সামাজিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা ও সংগঠনের অভ্যন্তরীণ সম্পর্ক সুদৃঢ় করতেই তারা কাজ করছেন বলে জানান নেতৃবৃন্দ।

ছাত্রদল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় সারা দেশে ছাত্রদলের তৃণমূল সংগঠনগুলোকে মানবিক কার্যক্রমে সক্রিয় হতে উৎসাহ দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় শাজাহানপুর উপজেলা ছাত্রদলও মানবিক সহায়তার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ