
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন নারী ও ১ জন পুরুষকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) এবং কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুপার্ক এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।