৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শেরপুর শহরের শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর, ধুনট মোড় রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও বগুড়া-৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী শিল্পপতি দবিবুর রহমান, সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু, উপজেলা সেক্রেটারি আবদুল্লাহ আল মুস্তাফিদ নাছিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও কিছু অপশক্তি এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর তারই অংশ। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইসলামিক নেতারা। বিক্ষোভ মিছিলে প্রায় তিন হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ