
সামাজিক-সাংস্কৃতি বৈচিত্র্য ও মর্যাদা রক্ষার দাবিতে গাইবান্ধায় সাঁওতালদের নানা আয়োজন
গাইবান্ধা প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ, সাস্কৃতিক অনুষ্ঠান ও সাঁওতাল নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলার জয়পুর মাঠে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে এ সমাবেশ, সাস্কৃতিক অনুষ্ঠান ও সাঁওতাল নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সাঁওতাল নারী নেত্রী প্রিসিলা মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর প্রবীর চক্রবর্তী, সদর উপজেলা আদিবাসী-বাঙালি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, মনির হোসেন সুইট, হাসান মোরশেদ দিপন, এ.কে.এম মাহবুবুল আলম মুকুল, সাঁওতাল নেতা বৃটিশ সরেন, মারিয়া মুরমু প্রমুখ। ফুটবল খেলা পরিচালনায় ছিলেন এমএএইচ মানিক।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় প্রান্তিক অবস্থানে রয়েছে, তেমনি মানবাধিকার এবং জীবনমানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। বিশেষ করে সাঁওতাল নারীরা আরো প্রান্তিক অবস্থানে রয়েছে।
বক্তরা আরো বলেন যে, সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর নির্যাতন ও উচ্ছেদ প্রক্রিয়া অব্যহত থাকলে তারা দেশান্তরে বাধ্য হবে। যা ভাষা, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচির্ত্যের উপর বিরূপ প্রভাব পড়বে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করতে হবে।