৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের ধাওয়া পাল্টা ধাওয়া, অফিস ভাংচুর, ১৪৪ ধারা জারি

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে যুবলীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাংচুরের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার রাত থেকে মধ্যনগর বাজার এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে মধ্যনগর উপজেলার বংশিকুন্ডা দক্ষিন ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড যুব লীগের সহ সভাপতি মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
শহীদ মিয়ার দাবি গ্রেফতারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও অফিস ভাংচুরের ঘটনা ঘটে।
উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বাজার ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন , যুব লীগ নেতা গ্রেফতারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি অফিস ভাংচুর করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। শনিবার বেলা ১১ টায় ইউএবও জানান, রাত ১২ টা থেকে ১৪৪ ধারা জারি হয়েছে, পরবর্তী নির্দেশনাা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ