
এসবি ক্রীড়া ডেস্ক: চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় পোর্ট এলিজাবেথ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল । টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ইনিংসের তৃতীয় বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন সান্জু স্যামসন। পাওয়ার প্লেতে ভারত হারায় তিন উইকেট। চাপের মুহূর্তে দলের হাল ধরেন অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা। তাদের জুটিতে আসে ৩০ রান। অক্ষর-তিলক জুটি ফেরার পরে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের অপরাজিত ৪৫ বলে ৩৯ রানের ইনিংসের সুবাদে ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়। জ্যানসেন, কোটজি,সিমি,মার্করাম ও পিটার শিকার করে ১ টি করে উইকেট।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলতে থাকে প্রোটিয়ারা। সাবধানী প্রোটিয়াদের চাপে ফেলে দেয় বরুণ চক্রবর্তী। একাই শিকার করেন ৫ টি উইকেট। শেষ মুহূর্তে চাপ কাটিয়ে দলের হাল ধরেন ট্রিস্টান স্টাবস ও কোটজি। দুজনের অপরাজিত ৪২ রানের জুটিতে ৬ বল ও ৩ উইকেট জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিন আফ্রিকা।
সংবাদ বুলেটিন/দেবযানী