
এসবি ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী ) বাংলাদেশ সময় দুপুর ২ টায় নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক যশ বাটলার। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক ভাবে খেলতে থাকে দুই ওপেনার। ১০ ওভারেই তুলে নেয় ৭৭ রান। টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকা ইংলিশ ওপেনার ফিল সল্ট কাটা পরেন রান আউটে। সাজঘরে ফেরার আগে সল্টের সংগ্রহ ২৬ বলে ৪৩ রান। অপর ওপেনার বেন ডাকেট (২৯ বলে ৩২ রান) ফেরেন হার্ষিত রানার বলে জয়সওয়ালের এক দূর্দান্ত ক্যাচের শিকার হয়ে। দুই ওপেনার ফিরে যাওয়ার পর কিছুটা বিপর্যয়ে পরে যায় থ্রি লায়নরা। এসময় দলের হাল ধরেন অধিনায়ক বাটলার ও বেথেল। দুইজনেই তুলে নেন অর্ধশতক। বাটলার ও বেথেল আউট হওয়ার পর বিপর্যয়ে পরে যায় ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায় তারা।
রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত হার্ষিত রানা শিকার করেন ৩ টি করে উইকেট। আর মোহাম্মদ শামি, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব শিকার করেন ১ টি করে উইকেট।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ১৯ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। এসময় দলের হাল ধরেন শুবমান গিল এবং শ্রেয়াশ আইয়ার। তাদের ৯৪ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে ভারত। আইয়ার (৩৬ বলে ৫৯ রান) আউট হওয়ার পর গিল জুটি বাঁধেন অক্ষরের সাথে। তাদের ১০৮ রানের জুটিতেই ৩৮.৪ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। গিল সংগ্রহ করেন ৯৬ বলে ৮৭ রান ও অক্ষর সংগ্রহ করেন ৪৭ বলে ৫২ রান।
ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ ও আদিল রশিদ শিকার করেন ২ টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড – ২৪৮ [ বাটলার – ৫২(৬৭), বেথেল – ৫১(৬৪), সল্ট – ৪৩(২৬) ; জাদেজা – ৩/২৬, রানা – ৩/৫৩]
ভারত – ২৫১/৬ [ গিল – ৮৭(৯৬), আইয়ার – ৫৯(৩৬), অক্ষর – ৫২(৪৭) ; সাকিব – ২/৪৭, রাশিদ – ২/৪৯]
ম্যাচসেরা : শুবমন গিল।
সংবাদ বুলেটিন/দেবযানী