৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় নিখোঁজ সন্তানকে ফিরে পেতে মায়ের সংবাদ সম্মেলন

spot_img

বগুড়ায় নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন মা শ্রীমতী লক্ষী রানী সরকার। (১৭-০৫-২৩) বুধবার বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। শ্রীমতী লক্ষী রানী সরকার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামের শ্রী অনিল চন্দ্র সরকারের স্ত্রী ।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমার একমাত্র সন্তান শ্রী বিধান চন্দ্র সরকার (২০) প্রায় ১ মাস ৭ দিন নিখোঁজ। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। আমার ছেলে গত ১১ এপ্রিল রাত ৮টায় মোবাইলে টাকা তোলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আজও সে বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে ০১৩১৩-৫৪০৬৩০ নম্বরে বারবার ফোন দিলেও সেটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পরের দিন থেকে আমরা সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাসায় খোজ করেও পাইনি। পরে কাহালু থানায় ও বগুড়া র‌্যাব-১২ অফিসে সাধারন ডায়েরী করি। এখন পর্যন্ত আমার সন্তানের কোন সন্ধান পাইনি। সন্তান ছাড়া আমাদের পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। যাকে ঘিরে আমাদের স্বপ্ন, আমাদের সুখ দুঃখের সম্বল, সেই সন্তান আজ ৩৭দিন হলো ঘর ছাড়া।
তিনি আরো বলেন, তার স্বামী ও সন্তান বিভিন্ন জায়গায় হরিবাসর অনুষ্ঠানে খোল বাজায়। কি কারণে আমার সন্তান নিখোঁজ তা আমার জানা নেই।
এসময় তিনি তার সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ