
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে মোট ৫ কোটি ৩১ লাখ টাকা পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্স-আপ চট্টগ্রাম কিংস পেয়েছে চ্যাম্পিয়ন দল থেকে ঠিক ১ কোটি টাকা কম অর্থ্যাৎ ১ কোটি ৫০ লাখ টাকা। এবারের আসরে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল। তৃতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স পেয়েছে ৬০ লাখ টাকা আর চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্স পেয়েছে ৪০ লাখ টাকা।
এছাড়া ফাইনালে অর্ধশতকের ইনিংসে দলকে চ্যাম্পিয়ন করে ম্যাচ সেরার পুরস্কার জেতা তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা। ৩৫৫ রান ও ১৩ উইকেট শিকার করা টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা। ৪৮৫ রান সংগ্রহ করে সেরা উদীয়মান খেলোয়াড় তানজিদ হাসান তামিম পেয়েছেন ৩ লাখ টাকা।
টুর্নামেন্টে ৫১১ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহক মোহাম্মদ নাঈম আর ২৫ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী তাসকিন আহমেদ পেয়েছেন ৫ লাখ টাকা। এবারের আসরের সেরা ফিল্ডার নির্বাচিত হওয়া মুশফিকুর রহিম পেয়েছেন ৩ লাখ টাকা।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ