৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মানসিক ইচ্ছে আর কঠোর পরিশ্রম এই দুটো জিনিস থাকলে তোমাদের কেউ আটকাতে পারবেনা ইঞ্জিঃ মোঃ আতিকুর রহমান

spot_img

বিদায় অনুষ্ঠান কেবল একটি অনুষ্ঠান নয়, এ যেন এক মধুর সুরের বিদায়, এটি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ও আরেকটি নতুন অধ্যায়ের সূচনা।, যার সাথে মিশে আছে শৈশব এবং কৈশোরের স্মৃতির মিষ্টি সুর।তোমরা অনেক কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছো। তোমাদের প্রতিটি কৃতিত্বের পিছনে রয়েছে শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের অবদান। আমি বিশ্বাস করি, তোমরা এ যাত্রা পথে অনেক কিছু শিখেছো এবং আগামী দিনে তোমাদের শিক্ষার আলো দিয়ে জীবনকে আরও সুন্দর করবে।

২৪ ফেব্রুয়ারী ২৫ রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সিমিতি বগুড়া জেলার সভাপতি মোঃ আতিকুর রহমান শিক্ষার্থীদের উদ্যেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন । তিনি আরো বলেন তোমরা তোমাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে অবিচল থাকো। কখনও হাল ছেড়ো না এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনা হিসেবে গ্রহণ করো। পরিশ্রম করতে কখনো কুণ্ঠাবোধ করবে না এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে সফলতা আসবেই।
তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে অত্র বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। পিতামাতা এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করো, সুনাগরিক হও, এবং সর্বোপরি তোমরা শিক্ষিত হও, ভালো মানুষ হও।
বিদায়ের এই শেষকালে মনে রেখো সফল হওয়ার জন্য দুটি জিনিস প্রয়োজন তার একটি হচ্ছে “ স্বপ্ন বা মানসিক ইচ্ছে” আর দ্বিতীয়টি হচ্ছে “কঠোর পরিশ্রম” এই দুটো জিনিস থাকলে তোমাদের কেউ আটকাতে পারবেনা।
ইঞ্জিঃ সুলতানা রাজিার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে তোমাদের দারুণ দারুণ অবদান রয়েছে। তোমরা এই বিদ্যালয়ের জীবনের ইতিহাসে একটা দারুণ অংশ হয়ে থাকবে। তোমাদের এই বিদায় শুভ হোক এই আশা করি। তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুষ্ঠভাবে পরীক্ষায় অংশগ্রহণ করো। পরীক্ষার কয়েকদিন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। শিক্ষকদের কথা মেনে চলো, বাবা মায়ের কথা মেনে চলো। সকলকে সম্মান করো। উচ্চ শিক্ষা অর্জন করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করো। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের সবার জন্য একটি আবেগময় মুহূর্ত, কিন্তু আমরা জানি, তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।
অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ি ছাত্রী পাপিয়া সুলতানা, দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আকতার,শিক্ষক আব্দুর রহিম,মাসলুম,মোস্তাফিজার রহমান,নওশাদ ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ