৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

এবার বগুড়ায় সর্বনিম্ন ফিতরা ১শ’ সর্বোচ্চ ২৮শ’ টাকা

spot_img

বগুড়ায় এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১শ’ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আটা ও গমের দাম হিসেবে।

জনপ্রতি ১শ’ টাকা, যবের দাম অনুযায়ী ৫৩০ টাকা, খেজুরের দাম অনুযায়ী ২৩শ’ টাকা, কিশমিসের দাম অনুযায়ী এক হাজার ৯৮০ টাকা এবং পনিরের দাম অনুযায়ী দুই হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষ এসব পণ্যের দামের ওপর নির্ধারণ করে ফিতরা প্রদান।

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বড় মসজিদে অনুষ্ঠিত বগুড়ায় ফিতরা নির্ধারণ নিয়ে বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।

মুফতি মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইমাম-মুয়াজ্জিন সমিতির জেলা সভাপতি মাওলানা আবু বকরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মো. সফিউজ্জামান। প্রধান আলোচক ছিলেন উলামা মাশায়েখ পরিষদ বগুড়ার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা শামসুজ্জোহা, প্রফেসর শাইখ নজরুল ইসলাম, ইমাম-মুয়াজ্জিন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা এমদাদুল হক প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ