
বগুড়া জেলার শেরপুর থানার ৮ নম্বর সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৪৭) জুয়া খেলার সময় আটক হয়েছেন। শনিবার (২২ মার্চ) রাতে শেরপুর থানার সুঘাট ইউনিয়নের কদিমহাসড়া গ্রামে বিমল চন্দ্রের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন শেরপুর উপজেলার দড়িহাসড়া গ্রামের মৃত এলায়েত হোসেনের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, আটক মো. আনোয়ার হোসেন ৮ নম্বর সুঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সেক্রেটারি। তার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।