
আওয়ামী লীগ সরকারের শাসনামলে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার মধ্যে বগুড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৭৬৬টি মামলার মধ্যে প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহার করা হচ্ছে।
পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ বলেন, এসব মামলার চিঠি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হচ্ছে। প্রতিটি মামলায় গড়ে ১০০ জন আসামি রয়েছেন। শিগগিরই আরও ২৯২টি মামলা প্রত্যাহারের চিঠি আসবে। ধাপে ধাপে সবগুলো মামলা প্রত্যাহার হবে। তবে হত্যা, অস্ত্র, জঙ্গিবাদ বা সন্ত্রাসবিরোধী মামলাগুলো এই তালিকায় নেই।
পিপির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়কালে জেলার ১২ উপজেলায় এসব রাজনৈতিক মামলা হয়, যেখানে আসামির সংখ্যা প্রায় অর্ধলক্ষাধিক।