
এসবি ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ও জিম্বাবুয়ে মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
সিলেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ । প্রথম ইনিংসে ওয়েলিংটন মাসাকাদজা ও বেলেসিং মুজারবানির বোলিং তোপে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় টাইগাররা। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৩ রান।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলীর ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭৩ রান করা জিম্বাবুয়ের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৭৪ রানে। শুরু থেকে তারা আক্রমনাত্মক ভাবে খেলতে থাকে।ওপেনিং জুটি থেকেই আসে ৯৫ রান। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুলের বোলিং তোপে কিছুটা ছন্দপতন হলেও শেষ পর্যন্ত তিন উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ –
১ম ইনিংস: ১৯১ (মমিনুল ৫৬, শান্ত ৪০; মাসাকাদজা ৩/২১, বেলেসিং মুজারবানি ৩/৫০)
২য় ইনিংস: ২৫৫ (শান্ত ৬০, জাকের ৫৮ ; মুজারবানি ৬/৭২, মাসকাদজা ২/২০)
জিম্বাবুয়ে –
১ম ইনিংস: ২৭৩ (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭ ; মিরাজ ৫/৫২, নাহিদ ৩/৭৪)
২য় ইনিংস: ১৭৪/৭ (বেনেট ৫৪, কুরান ৪৪ ; মিরাজ ৫/৫০, তাইজুল ইসলাম ২/৭০)
ম্যান অফ দ্যা ম্যাচ: বেলেসিং মুজারবানি
সংবাদ বুলেটিন / দেবযানী