৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে যাত্রীদের কাছ থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে শ্যামলী পরিবহনের এক কর্মী আহত

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ,বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তোলাকে কেন্দ্র করে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে শ্যামলী পরিবহনের এক কাউন্টার মাস্টার আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায় ,ঈদুল আযহার ছুটি শেষে আজ শুক্রবার (১৩ জুন) সকাল থেকে সারাদিন ঢাকাগামী যাত্রীরা বাসস্ট্যান্ডে ভিড় জমাতে শুরু করেন। আজ রাত আটটায় বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন হিজড়া দলবল এসে যাত্রীদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করে। একপর্যায়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনতে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মিলন হোসেন হিজড়াদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে তার মাথায় ইট দিয়ে আঘাত করে এক হিজড়া।

ঘটনার পরপরই যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত হিজড়াকে ধরে উত্তম-মাধ্যম দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে।

এ বিষয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার মাস্টার মিলন বলেন, প্রতিনিয়তই এ ধরনের সমস্যা আমাদের মোকাবেলা করতে হয়। আমরা নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

ঘটনার পর থেকে এলাকার পরিবহনকর্মী ও যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যাত্রীরা দাবি করছেন, বাসস্ট্যান্ড ও কাউন্টার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ