
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস সাকিদার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২৫ জুন ) সন্ধ্যা ৭ টায় তাকে দেখতে যান উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাকিম মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সিদ্দিকী রনি, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এনামুল হক শাহীন নিয়মিতভাবে ইদ্রিস সাকিদারের খোঁজখবর রাখতেন। দেশে ফেরার পর তিনি সরাসরি তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
নেতৃবৃন্দ অসুস্থ ইদ্রিস সাকিদারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।