
বগুড়ার রাজপথে ইলেকট্রিক সাইকেলে চড়ে সবার দৃষ্টি কাড়ছেন সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদা তাহসিন তুবা। নিজের যাতায়াতে পরিবেশবান্ধব ও খরচসাশ্রয়ী এ মাধ্যম বেছে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ সমাজে।
তুবা জানান, একবার চার্জ দিলে সাইকেলটি টানা এক সপ্তাহ চলে। এতে বিদ্যুৎ খরচ হয় মাত্র পাঁচ থেকে দশ টাকা। যাতায়াতে এখন আর তাকে আলাদা করে কোনো পরিবহনভাড়া গুনতে হয় না।
তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও নিজের স্বাধীন চলাচলের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া উচিত।”
তৌহিদার এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।