৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই নারীসহ গ্রেফতার ৩

spot_img

বগুড়ার শাজাহানপুরে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল উপজেলার বনানী এলাকার সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা গেটসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আবুল কাশেম (৪৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার আয়েশা সিদ্দিকা (২০) ও আছমা খাতুন (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, চারটি সিম কার্ড ও নগদ ২ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে মাদকের এই ব্যবসা পরিচালনা করত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ