৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

spot_img

ইমামুল মিল্লাত, শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এজাহারভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। এ সময় পুলিশের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায় আসামিপক্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।

মঙ্গলবার (২২ জুলাই) ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন শেরপুর থানার উপপরিদর্শক সরাফত জামান, কনস্টেবল সিরাজুল ইসলাম, মো. নূরনবী ও আইনুল হক। বর্তমানে তারা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়। মামলায় শেরুয়া দহপাড়ার সিরাজুল ইসলামকে ১০৭ নম্বর আসামি করা হয়। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

এসআই সরাফত জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম বাড়িতে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালাই। বাড়ি ঘেরাও করে ভেতরে প্রবেশের সময় হঠাৎ ২০-২৫ জন মিলে আমাদের ওপর হামলা চালায়। এতে আমি নিজে এবং আরও তিনজন পুলিশ সদস্য আহত হই। পরবর্তীতে থানা থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে আ.লীগ নেতা সিরাজুলের ছেলে নজরুল ইসলাম লিটন (৩৫) আটক করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মঈনউদ্দিন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের সময় কিছু লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ