
রাব্বি ছৈয়াল
শরীয়তপুর প্রতিনিধি
১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থার ওপর অনুষ্ঠিত সেমিনারে ইসলামী শিক্ষা ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেন মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেক। তৎকালীন বিরুদ্ধবাদী সংগঠনের নেতারা তার যুক্তিপূর্ণ বক্তব্য সহ্য করতে না পেরে রেসকোর্স ময়দানে নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করেন। পরে ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ দিনটিকে স্মরণে রেখে ইসলামী ছাত্রশিবির প্রতিবছর পালন করে ইসলামী শিক্ষা দিবস।
এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইসলামী শিক্ষা দিবস ও জাতীয় শিক্ষা সপ্তাহের অংশ হিসেবে ভেদরগঞ্জ থানার বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় “বক্তব্য প্রতিযোগিতা-২৫”। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার ভেদরগঞ্জ থানা।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার সভাপতি সাখাওয়াত কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক জহির রায়হান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রতিভা এসপি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রামভদ্রপুর রেবতী মোহন উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান ভেদরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীদের জন্য মোট ছয়টি বিষয় নির্ধারণ করা হয়—
১. আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও তরুণদের ভাবনা
২. ইসলামী শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত
৩. বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজাতে করণীয়
৪. ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তারে যাদের ভূমিকা অতুলনীয়
৫. বর্তমান শিক্ষা ব্যবস্থার যে দিকগুলোর সংস্কার জাতিকে মুক্তি দিতে পারে
৬. নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকরী শিক্ষা ব্যবস্থা কেমন হতে পারে
মোট ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গ্রুপভিত্তিকভাবে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রুপে ৩ জন সদস্য ছিলেন। তারা যৌথভাবে এসাইনমেন্ট তৈরি করে, এবং একজন লিডার সেই বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও মূল্যবান বই তুলে দেওয়া হয়।