৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোবিপ্রবি সাহিত্য সংসদের পাঠচক্র অনুষ্ঠিত

spot_img

গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাহিত্য সংসদের আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা। অনুষ্ঠানের শুরুতে গোবিপ্রবি গণিত বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বিক্রম আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতা।

আজ শুক্রবার(২২ আগস্ট) বিকালে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

পাঠচক্রের মূল আলোচ্য ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প ‘বিলাসী’। আলোচনায় অংশ নেন গোবিপ্রবি শিক্ষার্থী আলামিন আহমেদ, সম্পা খানম, কাউছার আহমেদ ও অনির্বান বিক্রম। তারা গল্পটির সামাজিক প্রেক্ষাপট, চরিত্রের সংকট এবং সাহিত্য দর্শন তুলে ধরেন। অনির্বাণ বিক্রম বিদ্যাসাগরের বর্ণপ্রথা বিরোধী ভাবনার সাথে গল্পটির মিল খুঁজে দেখান।

গণিত বিভাগের শিক্ষার্থী নুরী সংক্ষেপে আলোচনা করেন বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’।

অনুষ্ঠান শেষে গোবিপ্রবি সাহিত্য সংসদের পক্ষ থেকে গণিত বিভাগের শিক্ষার্থী কাউছার আহমেদ প্রথম আলো বন্ধুসভা কে ধন্যবাদ জানিয়ে বলেন,”এই জ্ঞানচর্চার ধারা অব্যাহত থাকুক এবং ২৯ তারিখের বিশেষ পাঠচক্রে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় ‘সংশপ্তক’ সাহিত্য আড্ডা চলমান থাকবে।”

বন্ধুসভার পক্ষ থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন,”আজ সাহিত্য সংসদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগল। আমরা ২৯ তারিখেও একই ব্যানারে পাঠচক্র করব। ক্যাম্পাসের সকল পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি।”

অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীরা গোবিপ্রবি বন্ধুসভায় ভবিষ্যতে নিয়মিত যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে। আয়োজকরা জানান, আগামী সপ্তাহে পাঠচক্রে আলোচ্য গ্রন্থ হবে আহমদ ছফার ‘যদ্যপি আমার গুরু’ এবং এতে সকল সাহিত্যপ্রেমীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ