৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আলামিন হ’ত্যা মামলার পলাতক আসামি আবু খায়ের গ্রেফতার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি মো. আবু খায়ের (৩৮) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প, র‌্যাব-১১ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাজাহানপুর থানার মামলা নং-৪১, তারিখ-৩০ জুলাই ২০২৫,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড সংযোজন ৩০২/৩৪ পেনাল কোড অনুসারে এ মামলা দায়ের করা হয়। মামলার বাদী ভিকটিমের চাচা মো. জাহিদ হাসান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আল আমিন (৩০) ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ি থেকে বগুড়া শহরের নিউমার্কেটে ব্যবসার উদ্দেশ্যে রওনা হন। খরনা ইউনিয়নের ভাদাইকান্দি গ্রামের বাঁশঝাড়ের পাশে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ১৩ আসামি তাকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে আল আমিন মারা যান।

মামলা দায়েরের পর থেকে আসামি আবু খায়ের পলাতক ছিলেন। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হলো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ