
বগুড়ায় ভাই বউকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়ে গ্রেপ্তার হলেন ভাসুর
সাবিক ওমর সবুজ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ধর্ষণ চেষ্টার সময় ভাসুর করিম প্রামানিক (৫০) পুরষাঙ্গ কেটে দিয়েছে ভাই বউ এরআগে রোববার সকাল ৮ টার দিকে উপজেলার খানপুর দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
করিম প্রামানিক ওই গ্রামের মৃত আফসার প্রামানিকের ছেলে।বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ওই গৃহবধূ করিম প্রামানিকের বিরুদ্ধে শেরপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।এরপরেই পুলিশ চিকিৎসাধীন করিমকে হাসপাতালে গ্রেপ্তার দেখায়।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার।
পুলিশের এ কর্মকর্তা জানান, করিম প্রামানিক তার ছোট ভাই বউকে দীর্ঘদিন যাবত কুপ্রস্তাবে দিয়ে আসছিলেন।এই নিয়ে পারিবারিকভাবে বিচার সালিশও হয়েছে।রোববার সকাল ৮ টার দিকে ওই গৃহবধূ বাড়ির পাশের ভূট্টার ক্ষেতে যায়।
করিমও সেখানে গিয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালাল গৃহবধূ তার হাতে থাকা থাকা ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করে। এই সময় করিম সেখান থেকে পালিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়।
ওই গৃহবধূ বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানালে করিমের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।
ওসি আতাউর রহমান খন্দকার জানান, অভিযুক্ত করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছেন।