৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

২৫০ সফরসঙ্গী নিয়ে হজে গেলেন অনন্ত জলিল

spot_img

নানা ধরনের কর্মকাণ্ডের জন্য সব সময় আলোচনায় থাকেন অনন্ত জলিল। আসন্ন ঈদে তার কোনো সিনেমা আসছে না। সিনেমার খবর না দিলেও ব্যক্তিগত নতুন খবর দিলেন এই অভিনেতা। আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেই দর্শকের মনোযোগ কেড়েছেন তিনি। প্রথমবারের মতো হজ করতে গিয়েছেন এই চিত্রনায়ক। সোমবার (১০ জুন) এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই নায়কের সফরসঙ্গী।

অনন্ত জলিল অভিনীত সর্বশেষ ‘কিল হিম’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই বর্ষাকে দেখা গেছে।

বর্তমানে এই নায়ক ব্যস্ত আছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নিয়ে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ সিনেমাটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ