
বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। তাই আসন্ন ঈদে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমিয়ে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বগুড়া শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড়, মাঝিড়া বন্দর, নয়মাইলসহ গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
রোববার ( ৩১ মার্চ) সকাল ১১ টায় বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম মাঝিড়া বন্দর এলাকায় পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিক, অটোরিক্সা ও থ্রি হুইলার সাথে মত বিনিময় করেন।
তিনি বলেন, চলাচল নির্বিঘ্নে করতে মহাসড়কে সার্বক্ষনিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, ঈদের ৭দিন আগে ও ৭দিন পরে মহাসড়কে অটোরিক্সা ও থ্রি হুইলার কোন প্রকার চলাচল করবে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের মুখ খুলে দেয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশকে সজাগ থাকার জন্য নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী , শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহারব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)মো: শহিদুল ইসলাম, মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম রিপনসহ সাসেকের কর্মকর্তাবৃন্দ।