
মো:ছানোয়ার হোসেন:
আধুনিক কৃষির বিভিন্ন তথ্য ও সেবা সরাসরি কৃষকের মাঝে পৌছে দেবার লক্ষ্যে
শনিবার সকাল দশটায় বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
বগুড়া- ০৭ (শাজাহানপুর- গাবতলী) আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোস্তফা আলম নান্নু প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন। উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলার নির্বাহী অফিসার মহসিয়া তাবাসসুম।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূইয়া , উপজেলা মৎস্য কর্মকর্তা রাসেদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শাত শত কৃষক।