৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রথম বারের মতো নিজ জেলা চট্টগ্রামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাগত জানালেন চসিক মেয়র

spot_img

সুব্রত দাশ, চট্টগ্রাম প্রতিনিধি:

প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফরে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় একটি বিশেষ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনে’র (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামে পৌঁছে নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সবাইকে সমন্বিতভসবে কাজ কর‍তে হবে। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরও সম্পৃক্ততা প্রয়োজন। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের উন্নয়নে কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। প্রধান উপদেষ্টার আগমন আমাদের জন্য গর্বের এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ