
বগুড়া শহরের আপন (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে শহরের সেউজগাড়ী পানির ট্যাংকি রোডে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. আপন (২০) ।সে ওই এলাকার জসিমের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শামীম আহমেদ।
স্থানীদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শহরের পৌর পার্কের একটি আম গাছ থেকে আম পারতে উঠে আপন। এসময় স্থানীয় ২ যুবক আপনকে আম পারতে নিষেধ করে। এসময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে স্থানীয় ২ যুবক তপু ও পলাশ তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘এঘটনার পরপরই আহত অবস্থায় আপনকে স্থানীয় লোকজন উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর পরিদর্শক হরিদাস মন্ডল বলেন, “ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। অপরাধীদের শনাক্ত করা গেছে।দ্রুত গ্রেপ্তার করা হবে