
শাজাহানপুর বার্তা ডেস্ক রিপোর্ট:
শুক্রবার (৩০জুন) বিকেলে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন আমন্ত্রণে তার নিজ বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীদের ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এনামুল হক শাহীন বলেন, আজ সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত পেতে হলে দেশনৈত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়েক তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে।
তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সরকার পতনের যে আন্দোলন শুরু হয়েছে তাকে সফল করতে হবে। আগামীতে আমাদের জন্য সুখবর অপেক্ষা করছে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বলেন:বর্তমানে আমরা খুব সংকটের মধ্যে দিয়ে পার হচ্ছি। সামনে যে লড়ায়ের ডাক আসতেছে সবাই মিলে আমাদের ঝাপিয়ে পড়তে হবে।
বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের এর আমন্ত্রণে এই ঈদ পুনর্মিলনীতে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। এতে অংশ নেন বিভিন্ন উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদল, বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এনামুল হক শাহীন এসময় সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে নেতাকর্মীদের নিয়ে মরহুম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম ফজলুল হক রতনের কবর জিয়ারত করেন এবং মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডল সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু সাহিন সানী। বিএনপি নেতা বজলুর রহমান,আনোয়ার হোসেন,আব্দুল হাই সিদ্দিক রনি, আব্দুল মান্নান,মতিউর রহমান, আব্দুল হাই সিদ্দিক রনি, রজব আলীবাবলু,আজাদ,বাশার, মোজাফর রহমান,এমরান হোসেন,মোশারফ হোসেন, রেজাউল, যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু,যুগ্ন আহবায়ক সাজেদুর রহমান সাজু,ছাত্রদলের সভাপতি আবদুল্লা আল ছোটন,সেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান আজাদ,যুগ্ন আহবায়ক আইয়ূব আলী,শ্রমিকদলের সভাপতি পুটু মিয়া,সাধারন সম্পাদক ভেটু উপজেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।