৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় ৮ যাত্রী আহত

spot_img

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস আলহামরার ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে বাসটির অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার রহিমাবাদ সেনা স্মরণী গেটের সামনে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিপরীতে পাকা হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের (রেজি নং- ঢাকা মেট্রো ব-১৫-২৪০৬) বাসটি চলন্ত অবস্থায় অজ্ঞাতনামা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

আহতরা হলেন—১. মো. নাজমুল (৩৪), পিতা: আবুল কাশেম, বেলকা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ২. আল মামুন (৩৭), পিতা: ইলবাস, বড় কুঠিপাড়া, সাথিয়া, পাবনা। ৩. শিমুল (২৩), পিতা: বাহাদুর, করমজা, সাথিয়া, পাবনা।৪. মো. মিন্টু (২৩), পিতা: নয়া মিয়া, হিয়ালি, সাদুল্লাপুর, গাইবান্ধা।
৫. মো. আতিকুল ইসলাম (২৬), পিতা: সালাম, পাঁচপীর বাজার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। ৬. আশিকুর রহমান (২৬), পিতা: আইয়ুব, জারাবর্ষা, সাঘাটা, গাইবান্ধা। ৭. সাপাউর (৫৮), পিতা: মৃত আজিজুল, মালিবাড়ি, গাইবান্ধা সদর।
৮. শ্রী ভূপাতি কুমার (৫৪), পিতা: পলি কান্ত, উত্তর সাখুরা, গাইবান্ধা সদর।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের স্বজনরা হাসপাতাল ও বাসস্ট্যান্ড এলাকায় ছুটে আসেন।

দুর্ঘটনার পর আলহামরা পরিবহনের বাসটি শেরপুর হাইওয়ে থানায় আটক রয়েছে। শাজাহানপুর থানার এসআই নিঃ মো. এখলাসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ