
বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ও মাদলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মালীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন আয়োজন করা হয়।
কর্মী সম্মেলনের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান আতিক,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি খন্দকার শিমু,বগুড়া সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত,শহর কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী, কমিটির সহ-সভাপতি শরিফুল ইসলাম শিপন,শরিফুল ইসলাম মুক্তা,বজলুল করিম টোটন,মোফাচ্ছেরুল, রাশেদুজ্জামান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সেতু,সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রতন,আল আমিন সরকার,মোস্তাফিজুর রহমান,শাবিরুল ইসলাম সজল,শুভ,রাজু আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন,যুগ্ম সম্পাদক নুরুন্নবী,স্বেচ্ছাসেবক দল নেতা পিয়াস আতিক,জাহিদ,সেলিম রানা টিপু সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলন শেষে মাদলা ও খোট্টাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়।