৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আওয়ামী শাসনের পতনের বর্ষপূর্তিতে শিবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

spot_img

আরিফুল ইসলাম, শিবগঞ্জ(বগুড়া): আওয়ামীলীগ ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

আজ (৫ আগস্ট) মঙ্গলবার বিকেলে মিছিলটি শিবগঞ্জ নাগরবন্দর থেকে আমতলী মোড় পর্যন্ত এসে জনসমাবেশে পরিণত হয়।

এসময় মিছিলে হাজার হাজার জনতার অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। শিবগঞ্জের গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের সব পেশার মানুষ এই মিছিলে যোগ দেন। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদী শক্তির পতাকা ও তারেক রহমানের ছবি হাতে নিয়ে ‘গণতন্ত্রের জয় হোক’ ‘ফ্যাসিবাদ নিপাত যাক”, “শেখ হাসিনার বিচার চাই” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো শিবগঞ্জ শহর।

শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলমের নির্দেশনায় ও পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই বিজয় মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, রোকন উদ্দ দ্দৌলা রুবেল, আব্দুল হান্নান আনোয়ার ইসলাম মুকুল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, তাঁতী দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

মিছিল শেষে জন-সমাবেশে শহীদদের স্মরণে দোয়া আয়োজন করা হয়। শিবগঞ্জের এই বিজয় মিছিল ছিল অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল।

স্থানীয়রা বলেন, “অনেক দিন পর শিবগঞ্জে এমন গণজোয়ার দেখা গেল। গ্রামের মানুষও আজকে শহরে এসে গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছে। এটা প্রমাণ করে মানুষ এখন আর চুপচাপ থাকতে রাজি না। তারা পরিবর্তন চায়।”

আরেকজন স্থানীয় প্রবীণ বলেন,”ছোটবেলা থেকে অনেক মিছিল-মিটিং দেখেছি, কিন্তু আজকের মতো এমন সুশৃঙ্খল আর আবেগময় বিজয়ের মিছিল অনেক বছর পর দেখলাম। সবাই চাচ্ছে দেশে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসুক।”

একজন তরুণ ব্যবসায়ী বলেন,”রাজনীতির ভালো-মন্দ বুঝি না, কিন্তু আজকে মানুষের ভিড় দেখে মনে হলো এই মিছিল শুধু দলীয় না, এটা একটা জনতার দাবি। আমরা চাই, মানুষ ভোট দিতে পারুক, ভয় ছাড়া কথা বলতে পারুক।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ