৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় কৃষকের মৃ’তু!

spot_img

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮ টার দিকে সারিয়াকান্দি উপজেলা সদরের টিপুর মোড় নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাবেদ আলী সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগন গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাস এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাবেদ আলী সকালে বাই সাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকল ৮ টার দিকে সারিয়াকান্দি উপজেলা সদরে টিপুর মােড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই ভটভটি পালিয়ে যায়। পরিবারের লোকজন মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এসআই খোকন জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ