৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষা করবে ছাত্রশিবির, কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম

spot_img

নিয়ামুল ইসলাম বগুড়া :

বগুড়া অঞ্চলের সম্মানিত তত্বাবধায়ক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে বগুড়া টিটু মিলায়তন অডিটোরিয়াম এ সকাল ৯.৩০ মিনিটে (২৯ শে আগস্ট) বৃহস্পতিবার বগুড়া অঞ্চলের সাথী ও সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম মঞ্জুরুল ইসলাম। শিবির কেন্দ্রীয় সভাপতি বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, আহতদের সুস্থতা কামনা করেন।

আরো বলেন ১৫ বছর দেশের স্বাধীনতা সাবভৌর্মত্ব শেষ করে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য করে রুম সিন্ডিকেটের মাধ্যমে রুম দখল করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। সৈরাচার সরকার শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন সহ সকল ক্ষেত্রে দলিয় করণ করে জুলুম করে এ জাতিকে মেরুদণ্ডহীন করার চেষ্টা করেছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।বিচার ব্যবস্থা ধ্বংস করেছে বিচারের নামে হাজার হাজার মামলা করে হাজার হাজার ছাত্রশিবির সহ সাধারণ শিক্ষার্থীদের জেল-জুলুমের স্টিম রোলার চালিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে হাজার হাজার ছাত্র আহত, পঙ্গুত বরণ করেছে সকলের চিকিৎসা সেবার ব্যবস্থা শিবির গ্রহন করেছেন ।

তিনি ছাত্রদের উদ্দেশ্য আরো আহবান করেন, তাকওয়াবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, কিয়ামুল লাইল ও সিয়ামুন নাহার পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে। ক্যাম্পাস সংগঠনের বিষয়ে তিনি বলেন

প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি প্রতিষ্ঠার জন্য ছাত্রশিবির বলিষ্ঠ ভুমিকা পালন করবে। সকল ছাত্র সার্বিক খোঁজ খবর ও অসহায় ছাত্রদের সার্বিক খোঁজ খবর রাখবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে হল এর সীট বরাদ্দর ব্যবস্থা করতে হবে। সকল প্রকার যোগ্যতার ভিত্তিতে চাকুরী নিশ্চিত করবে এজন্য মেধা ও যোগ্যতার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, মাওলানা আব্দুল হক আমীর, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর সভাপতি তরিকুল ইসলাম, বগুড়া জেলা পূর্বের সভাপতি যোবায়ের আহমেদ, বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিন, জয়পুরহাট জেলা সভাপতি জুয়েল হোসেন সহ জেলা শহরের অনেক দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ