
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করতে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। শনিবার ( ১ ফ্রেরুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ও খুলনার ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে রুপসা পাড়ের দলটি। ঢাকার বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ১২, নেট রান রেটে এগিয়ে থাকার জন্য বর্তমানে টেবিলে চতুর্থস্থানে থাকা রাজশাহীকে সরিয়ে প্লে-অফে জায়গা করে নেবে দলটি। তবে হেরে গেলে প্লে-অফের স্বপ্ন ভঙ্গ হবে তাদের, সেক্ষেত্রে রাজশাহী নিশ্চিত করবে প্লে-অফ।
উল্লেখ্য লীগ পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিট্যালসকে ২০ রানে হারিয়েছিল খুলনা টাইগার্স।
দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস।
সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ