
নিয়ামুল ইসলাম , ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী মায়দা আক্তার রজনী হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ইউনিয়ন থেকে মাদক নির্মলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাঙ্গী ওলামায়ে কেরামগন। ১২ মে শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুজাহীদ কমিটির ধুনট উপজেলা শাখার সভাপতি আশাদুল ইসলাম শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ধুনট উপজেলার শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। এ সময় আরোও বক্তব্য দেনন, এলাঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মরশিদুল ইসলাম, এলাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা শাহীন আলম, এলাঙ্গী দাখিল মাদ্রাসার হাফেজ মাওলানা আসদুজ্জামান নুর। মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে রজনী হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত ও মাদক বন্ধে প্রসাশনের সুদৃষ্টি কামনা করেন।
প্রতিবাদ সভায় স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও এলাকার সুশীল ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।