
নিজস্ব প্রতিবেদক : বগুড়া সদরে ট্রেনে কাঁটা পড়ে শাবলু মিঞা (২৫) নামে এক হোটেল শ্রমিক মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের আকাশতারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাবলু শহরের কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে। তিনি আকাশতারা এলাকায় সুনীল পালের মালিকানাধীন সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতেন।
হোটেল মালিক সুনীল পাল বলেন, আজ বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে শুনি এখানে সে ট্রেনে কাটা পড়েছে।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, শাবলু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। আজ বিকেলে হোটেল থেকে বাড়িতে আসার পথে ট্রেনের চাকায় কাটা পড়ে তার শরীর তিন খণ্ড হয়ে যায়। লাইনের ওপরেই তার দেহের অংশ পড়ে ছিল। খবর পেয়ে এখানে এসে ভাইকে শনাক্ত করি।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার বলেন, বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকার ট্রেনে কাটা পড়ে শাবলুর মৃত্যু হয়েছে। বাড়িতে যাওয়ার পরে অসাবধানতায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হবে। আইনী প্রক্রিয়া মেনে শাবলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।