৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় শুরু হলো তিন দিনব্যাপী মেডিক্যাল এন্ড হেলথকেয়ার প্রদর্শনী!

spot_img

বগুড়ায় তিনদিন ব্যাপী মেডিক্যাল এন্ড হেলথকেয়ার প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় সদর উপজেলার টিএমএসএস মমইন কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি মো. মাসুদুর রহমান মিলন সিআইপি।
বাংলাদেশ এক্সিবিশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. মতিউর রহমান, ডা. মুসা আল মানছুর, হেড অফ অপারেশন রাকিব হাসান, সহকারী ব্যবস্থাপক আল আমিন।
কর্মকর্তারা জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলের সকল প্রকার মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের উপর ভিত্তি করেই আমাদের এই প্রদর্শনীর আয়োজন। উত্তরাঞ্চলের মেডিক্যাল কলেজ হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ও ডায়াগনিষ্টিক সেন্টারের চিকিৎসক এবং ব্যবসায়ীদেরকে মেডিক্যাল হেলথকেয়ার সেক্টরের উন্নত প্রযুক্তির উপকরণের সাথে পরিচিতি করা। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে মেডিক্যাল এন্ড হেলথকেয়ার সেক্টরের প্রস্তুতকারক, সরবাহকারী এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ।
সর্বমোট ৩০টি কোম্পানী অংশ গ্রহণ করেছে এই প্রদর্শনীতে। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে এবং সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২০ মে প্রদর্শনী শেষ হবে।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ