
গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচের) শিক্ষার্থী আবু রায়হানের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। জীবন-মরণ সংগ্রামে থাকা এ মাকে বাঁচাতে ইতোমধ্যে নিয়মিত কেমোথেরাপি, নানান মেডিকেল টেস্ট এবং ব্যয়বহুল ওষুধের ব্যবস্থা করতে হচ্ছে।
তবে চিকিৎসার জন্য এখনো প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকা প্রয়োজন, যা আবু রায়হানের পরিবারের পক্ষে জোগাড় করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই মায়ের সুচিকিৎসা ও সুস্থতার জন্য সহমর্মী মানুষদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
মায়ের চিকিৎসার খরচের জন্য সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন,’ গত এক বছরের বেশী সময় ধরে ক্যান্সারের চিকিৎসা চলছে। আমাদের সামর্থ্য সর্বোচ্চ দিয়ে চিকিৎসা চালিয়ে গেছি। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় সকল খরচ চালিয়ে যেতে হিমসিম খেতে হচ্ছে। আগামী দিনে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আমি বিনীতভাবে সবার সহযোগিতা চাইছি। সবাইকে অনুরোধ আমার মা কে বাঁচাতে আমাকে সহযোগিতা করুন।”
সহায়তা পাঠানোর মাধ্যমসমূহ:-
বিকাশ:01814075770
নগদ:01408995877
ব্যাংক অ্যাকাউন্ট নং:0200020036567 (অগ্রণী ব্যাংক)
অ্যাকাউন্ট হোল্ডার:Mushfiqur Rahman Rohan ব্রাঞ্চ: হবিগঞ্জ,রাউটিং নং: 010360619
যোগাযোগের নম্বর: 01814-075770